ঝিনাইদহের শৈলকুপায় কেন্দ্রীয় যুবলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন এর উদ্যোগে দু:স্থ-প্রান্তিক মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কোর্টপাড়া তার নিজ বাসভবনে প্রায় ২ শতাধিক পরিবারে চাল, ডাল, তৈল, সেমাই, চিনি, গুড়াদুধ, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান ও মাস্ক প্রদান করা হয়।
এ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি স.ম. রানাউজ্জামান বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ.ম জুলফিকার কায়সার টিপু, সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন শাওন, মেয়র পুত্র কাজী রফিকুল আশরাফ রাজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।