Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৮৬°সে

সবুজ সিলেট || কবিতা

পাহাড় চূড়ায় ডাকছে পাখি
মুগ্ধ করছে মন,
আরও আছে গাছগাছালি
সবুজ শ্যামল বন।

কমলালেবুর পাকা গন্ধে
জিভে আসে জল,
ছোটবড় আনারস আরও
নানা ফল।

চা বাগানের নতুন কুঁড়ি
সবুজ কচি পাতা,
অপলক চেয়ে থাকি
হৃদমাজারে গাঁথা।

জন্ম আমার সিলেটে ভাই
ধন্য এ জীবন,
দেখলে তারে পরান জুড়ায়
জুড়ায় দেহমন।

রেলগাড়িট চলে বেগে
আসে আমার গাঁয়,
পাহাড় চূড়ায় ডাকছে পাখি
মনের সুখে হায়!

কচি সবুজ চায়ের পাতা
দুলে বাতাসে,
বাবুই – টিয়া উড়ে সদা
রঙিন আকাশে।

পাহাড়- নদী – ঝরনার বাহার
দেখতে যদি চাও,
ট্রেনে করে বাড়ি থেকে
সিলেট শহর যাও।

মনটা তোমার ভরে যাবে
এমন সুন্দর দৃশ্যে,
আমার প্রিয় সিলেট ভূমি
সব জেলার শীর্ষে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার
কথা সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের ৩৩তম মৃত্যুবার্ষিকি
তামান্না_মা। ”শাহীন রহমান”

আরও খবর