সুড়ঙ্গের অশ্লীলতা নিয়ে কথা বলা অসঙ্গত -শহীদুজ্জামান সেলিম
Reporter Name
-
Update Time :
রবিবার, ৯ জুলাই, ২০২৩
-
৯১
Time View
এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি বেশ ভাল চলছে। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, সিনেমাটিতে অশ্লীল দৃশ্য রয়েছে। ফলে পরিবার নিয়ে দেখতে বিব্রতবোধ করছেন অনেকে। এ অভিযোগের প্রেক্ষাপটে অনেকটা ক্ষুদ্ধ হয়েই সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেছেন, যারা সুড়ঙ্গে অশ্লীল দৃশ্য আছে বলে দাবি করছেন, তারা ঘরে নারীদের রেসলিং দেখেন। তিনি বলেন, এটা একদমই বাজে কথা। আমি নিজে সিনেমাটা দেখেছি। যারা বলছেন, ওনারা বাসায় টিভিতে রেসলিং দেখেন। মেয়েদের রেসলিং দেখেন বলে আমার ধারণা। ওনারা ওটিটি মাধ্যম দেখেন, নেটফ্লিক্স বা বিভিন্ন মাধ্যম দেখেন। ওনারা ইউটিউবে সিনেমা দেখেন। হিন্দি ছবির যে নায়িকারা আছেন বা ভারতীয় ছবিগুলোর নায়িকারা যেসব পোশাক পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে, সেটা যদি ওনারা দেখতে পারেন, তাহলে এটা নিয়ে কথা বলা অসঙ্গত। তাদের এসব সিনেমা দেখার দরকার নেই বলে আমি মনে করি। অশ্লীল দাবি করা দৃশ্যটি গল্পের প্রয়োজনে যুক্ত করা হয়েছে উল্লেখ করে সেলিম বলেন, যে দৃশ্যটি দেখানো হয়েছে সেটি দরকার ছিল। গল্পের কারণে দেখানো হয়েছে। এটি একটি পরকীয়া প্রেম হচ্ছে। পরকীয়াটি কোন পরিস্থিতিতে হলো বা ঘটল এবং তখনকার পরিবেশটা কী সেটা একেবারেই চরিত্র ও গল্পের কারণে এসেছে। অন্য কোনও কারণে নয়। বরং আমাকে বললে বলব, ছবিতে যে আইটেম গানটি দেখানো হয়েছে সেটার প্রয়োজন ছিল না আসলে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category