ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। রোববার দুপুর পৌনে১২টার দিকে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় কামাল হোসেন নামে আরেক মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। নিহত নুর আলম উপজেলার শ্রীপুর গ্রামের মৃত জইবুদ্দিনের ছেলে। আহত কামলাও একই গ্রামের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা একই মোটরসাইকেলে হরিণাকুণ্ডু শহরের দিকে যাচ্ছিছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান নুর আলম। চিকিৎসক মাহমুদ হাসান শাওন জানান, মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে মারা গেছেন তিনি। এছাড়া গুরুতর আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, দুর্ঘটনা কবলিত অন্য মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।