শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি’র উদ্বোধন করলেন তাহজীব আলম সিদ্দিকী এমপি।
ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে করোনা কালীন ও মাহে রমজানে বিপদগ্রস্থ শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ -২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী (সমি)। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী ও সাধারণ সম্পাদক একরামুল হক লিকু ও ঝিনাইদহ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তোফাজ্জেল হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।