Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

শালিখার কামারপল্লীতে নেই কর্মচাঞ্চল্যতা

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে শালিখার কামার পল্লীতে কর্মব্যস্ততা থাকার কথা থাকলেও নেই তেমন কোন কর্মচাঞ্চল্যতা। মহামারী করোনার প্রভাব যেন থামিয়ে দিয়েছে কর্মকারদের ঢুং ঢাং শব্দ। আজ বুধবার শালিখা উপজেলার আড়পাড়া, বাউলিয়া, ভাটোয়াল, বুনাগাতি, বরইচারা সহ বিভিন্ন কামার পল্লীতে ঘুরে এমন চিত্র দেখা যায়। কোরবানী করার জন্য চাপাতি, ছুরি, কাটারী নতুন করে তৈরি করা হচ্ছে না গত বছরের পুরাতন সরঞ্জাম মেরামত করে নিচ্ছেন অধিকাংশ মানুষ। এব্যাপারে আড়পাড়া খালপাড়ের কর্মকার সঞ্জয় বিশ্বাসের সাথে কথা বললে তিনি জাছনান, কোরবানীর কাজে ব্যবহৃত সরঞ্জামের চেয়ে পাট কাটার কাস্তে, ঘর নির্মাণের পেরেক তৈরির ওয়ার্ডার বেশি পাওয়া যাচ্ছে। এছাড়াও দিলীপ, খোগেন, উত্তম কুমার সহ একাধিক কর্মকারের সাথে কথা বললে তারা জানান, করোনার প্রভাবে ঠিকমতো ঘর খুলতে না পারায় তেমন কোন অর্ডার পাইনি এবং যা দু-একটা পাচ্ছি তাতে শুধু ধার কাটিয়ে দিচ্ছি। অপরদিকে প্রতি বছর কোরবানি দেয় এমন কয়েকজন লোকের সাথে কথা বললে তারা জানান, কোরবানীর জন্য পশু ক্রয়ের হাট তেমন পায়নি তাই নিজ গৃহে পালিত পশু দিয়েই কোরবানি দিচ্ছি এবং বাড়িতে থাকা চাপাতি-ছুরি ব্যবহার করছেন তারা

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভারতে পাচারের সময় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
যশোরে ট্রেনের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
ভাঙ্গা ব্রিজে ৭মাস পার ভরসা কাঠের সেতু
কালীগঞ্জে এমবিএ পাশ গৃহবধু গরুর খামারী! 
ঝিনাইদহে যুবলীগের অফিস উদ্বোধন
ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

আরও খবর

Design & Developed By VIRTUAL SOFTBOOK Premium Web & Software Solutions