কুষ্টিয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
রোকনুজ্জামান কুষ্টিয়া ॥
-
Update Time :
শনিবার, ৯ অক্টোবর, ২০২১
-
৭৫
Time View
কুষ্টিয়ার দৌলতপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে মনিরুজ্জামান সুরুজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর গার্লস কলেজ মোড়ে পরকীয়ার সূত্র ধরে সুমন আলীর অবর্তমানে তার ভাড়া বাসায় প্রবেশ করে মনিরুজ্জামান সুরুজ। সুমন আলীর স্ত্রী সীমার সাথে মনিরুজ্জামান সুরুজের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। সুমন আলী হঠাৎ করে বাসায় ঢুকে তার স্ত্রী সীমা ও সুরুজকে একসাথে দেখে ফেলে। এসময় মনিরুজ্জামান সুরুজ ঘর থেকে পালিয়ে ছাদে যায় এবং ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দৌলতপুর থানার উপ-পরিদর্শক অরুন জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মনিরুজ্জামান সুরুজ নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category