অদ্য ০৭/০২/২০২২ খ্রি সকাল ১০.৩০ ঘটিকায় গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। এসময় জনাব মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ); জনাব মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর); জনাব সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; জনাব ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল; আজমীর হোসেন,সহকারী পুলিশ সুপার, কালয়াকৈর সার্কেল সহ আরআই পুলিশ লাইন্স,সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-1, কোর্ট ইন্সপেক্টর ও পিআরএল গমনকারী ৪ জন সদস্যসহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। -পুলিশ সুপার মহোদয় সভায় কনস্টেবল হতে ইন্সপেক্টর পর্যায়ের বিভিন্ন সদস্যদের বক্তব্য শ্রবনপূর্বক তাদের দাবী পূরনের নিশ্চয়তা প্রদান করেন। সভায় পিআরএল গমনকারী ৪ সদস্য এএসআই(সঃ)/ মোঃ আঃ কুদ্দুস, কনস্টবল/মোঃ সখাওয়াত হোসেন, কনস্টবল/মোঃ আজম খান এবং কনস্টবল/মোঃ নজরুল ইসলামদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কল্যাণ সভায় গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয় ২০২১ সালে সমগ্র বাংলাদেশের মধ্যে পারফরম্যান্স মূল্যায়নে গাজীপুর জেলা পুলিশ ‘‘অবৈধ অস্ত্র উদ্ধারে ২য়’’ ও ‘‘মাদকদ্রব্য উদ্ধারে ৩য়’’ স্থান অর্জনের ক্রেস্ট ও সম্মননা সনদকে গাজীপুর জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে উৎসর্গ করেন। গাজীপুর জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের সম্মিলিত প্রয়াসে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অর্জনের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে, ‘‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ প্রতিপাদ্যে উদযাপিত পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিনে গত ২৪/০১/২০২২ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট সমূহের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ- গ্রুপে ২০২১ সালে গাজীপুর জেলা পুলিশ “অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২য়” ও “মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৩য়” স্থান অধিকার করায় উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ(প্রসংশাপত্র) প্রদান করেন। এ সময়ে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়সহ পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আরো উল্লেখ্য যে, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার গাজীপুর জনাব এসএম শফিউল্লাহ্ বিপিএম গত ডিসেম্বর/২০২১ মাসে একটানা (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) ৪র্থ বারের মতো ঢাকা রেঞ্জের “শ্রেষ্ঠ পুলিশ সুপার” ও গাজীপুর জেলা “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয়।