জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়স্থ ন্যাশনাল ইয়ূথ লীডারশীপ ফোরাম’র প্রচার সম্পাদক, রাষ্ট্রপতি পদক প্রাপ্ত মিরাজ জামান রাজ এর উপর ঝিনাইদহে হামলার ঘটনায় মামলার সকল আসামীদের গ্রেফতার, বিচার ও তার নিরাপত্তার দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজশাহীর পবাতে বড়গাছী বাজার সড়কে বিকাল তিনটায় দুরন্ত রাজশাহীর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণে করেন। মানববন্ধনে উপস্থিত দুরন্ত’র রাজশাহী জেলা সেচ্ছাসেবক মোঃ বোরহান উদ্দিন বলেন একজন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী যুব সংগঠকের উপর বার বার এভাবে হামলা মেনে নেওয়া যায়না। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল আসামীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার এবং মিরাজ জামান রাজের নিরাপত্তারও দাবী জানাচ্ছি। আমরা চাইনা একই ঘটনার আর কোন পুনরাবৃত্তি হোক।