Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণের চেষ্টা, ১১ ঘন্টায় চার্জশিট দাখিল

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাস করা বীর মুক্তিযোদ্ধার স্বামী পরিত্যক্তা মেয়েকে(৩৪) ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পরে ১১ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার এবং মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে গ্রেপ্তার আসামি ও অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এর আগে শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান। ভুক্তভোগী ওই নারী ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত এক বীর মুক্তিযোদ্ধার মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা। ভুক্তভোগী নারী বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে সন্তান নিয়ে বসবাস করেন। গ্রেপ্তার আসামী বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার লেহাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)। সে বখাটে প্রকৃতির লোক। পূর্বেও বিভিন্ন সময় নারীদের উত্যক্ত করেছে বলে জানা গেছে। বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত লাল মিয়া কিছুদিন আগে এক নারীকে উত্যক্ত করার দায়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। সম্প্রতি ছাড়া পেয়ে এসে আবারো একই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন কালীগঞ্জ উপজেলার বক্তারপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আশ্রয়ন প্রকল্পের আওয়তায় ৯টি পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ভুক্তভোগী ওই নারীও আশ্রয়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়ে সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত লাল মিয়া বিভিন্ন সময় ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুক্তভোগী ঘরে বসে টিভি দেখছিল। সে সময় তিনি একা অবস্থান করছিল। সে সুযোগে লাল মিয়া ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তার পরনের কাপড়-চোপড় টানা হেচড়া করতে থাকে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা পূরণের (ধর্ষণের চেষ্টা) চেষ্টা করে। সে সময় ভুক্তভোগীর ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত লাল মিয়া পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার পর রাতেই থানায় অভিযোগ দায়ের করে। পরে রাত সোয়া ১২টার দিকে মামলা নথিভুক্ত করা করে পুলিশ [মামলা নাম্বার ১০(৯)১১]। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ”মামলা দায়ের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা তদন্তের দায়িত্ব আমার উপর ন্যাস্ত করা হয়। পরে রাত দুইটার দিকে অভিযুক্ত লাল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগীর জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং পর্যাপ্ত আলামত সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মামলার অভিযোগপত্র প্রস্তুত করে রোববার সকাল এগারোটার দিকে আদালতে দাখিল করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ”আশ্রয়ন প্রকল্পে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযোগ দায়ের করার পর রাতেই মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে আসামি গ্রেপ্তার এবং ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আলামত সংগ্রহ করা হয় তিনি আরো বলেন, ”মামলার দায়ের পর ১১ ঘন্টার মধ্যেই মামলার তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুতের পর সকাল ১১টার দিকে গ্রেপ্তার আসামি ও মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কালীগঞ্জের সেন পাড়ায় চাঁদাবাজদের কবলে পরিবেশ বান্ধব গ্রীন প্রজেক্ট
জনগনের ভোটে নির্বাচিত এমপি আক্তারুজ্জামানকে কালীগঞ্জ পৌরসভার পক্ষে গনসংবধর্না
মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
যশোরে চার কিশোর অপহরণ, নিরুপায় মায়ের থানায় অভিযোগ
ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
ঝিনাইদহে নিতাই ঘোষের উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আরও খবর

Design & Developed By VIRTUAL SOFTBOOK Premium Web & Software Solutions